1. admin@jblnews24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজধানী ঢাকার স্বামীবাগ মন্দির, যা বর্তমানে ইসকনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ।। পিতা-পুত্র দুই এমপি হাজি সেলিম ও সোলায়মান সেলিম গ্রেফতার ও জেল হাজতে।। খালেদা জিয়ার নামে ‘রাষ্ট্রদ্রোহী’ মামলার বাদী মেহেদী আটক।। জাতীয় পার্টি কে ক্ষমা করলে পুনরায় স্বৈরাচারের আবির্ভূত হবে।-নুর মোহাম্মদ কাকা হাজারীবাগ এলাকা থেকে ছাত্র আন্দোলনে হামলায় সনাক্ত মো নূর ইসলাম গ্রেপ্তার। গণমাধ্যমে প্রকাশিত সন্ত্রাসী ঘটনায় ছাত্রলীগ নেতাকর্মীদের অপরাধ আদালতেও প্রমাণিত।। বর্তমান সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা আছে ? না কি দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।। রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী অস্ত্রধারীদের তাণ্ডব।– নুর মোহাম্মদ কাকা। নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছেন সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা।– নুর মোহাম্মদ কাকা। এইচএসসির ফল প্রকাশের তারিক জানিয়ে দিল আন্তঃশিক্ষা বোর্ড।– নুর মোহাম্মদ কাকা।।

অতীতকালের রেকর্ড অতিক্রম করে সবচেয়ে বড় ভূমিকম্প হয় তাইওয়ানে।-নুর মোহাম্মদ কাকা।

  • প্রকাশের সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৯৭ বার পঠিত

অতীতকালের রেকর্ড অতিক্রম করে সবচেয়ে বড় ভূমিকম্প হয় তাইওয়ানে।-নুর মোহাম্মদ কাকা।

আন্তর্জাতিক ডেস্ক:তাইওয়ানের পূর্ব উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে। স্বায়ত্বশাসিত এই দ্বীপভূখণ্ডের ভূতত্ত্ববিদদের মতে, বিগত ২৫ বছরের মধ্যে এটি সবচেয়ে বড় ভূমিকম্প।

বুধবার স্থানী সময় সকাল ৭ টা ৫৮ মিনিটের দিকে ঘটা এই ভূমিকম্পের কম্পন তাইওয়ানের পাশাপাশি অনুভূত হয়েছে চীন, ফিলিপাইন এবং জাপানেও। এক তাৎক্ষণিক বিবৃতিতে জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, বিশাল মাত্রার এই ভূমিকম্পের জেরে সুনামির আশঙ্কা রয়েছে তাইওয়ান ও তার প্রতিবেশী এই তিন দেশে। সুনামির সময় সাগরের ঢেউয়ের উচ্চতা ৩ মিটার (৯ ফুট) ছাড়িয়ে যেতে পারে।

মার্কিন ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র এপিসেন্টার তাইওয়ানের হুয়ালিয়েন শহর থেকে ১৮ কিলোমিটার দক্ষিণে ছিল ভূমিকম্পটির কেন্দ্র বা এপিসেন্টার এবং ভূপৃষ্ঠ থেকে ১৫ দশমিক ৫ কিলোমিটার গভীরে ছিল কম্পণটির উৎপত্তিস্থল। ৭ টা ৫৮ থেকে পরবর্তী কয়েক মিনিটে অন্তত ৯ দফা কম্পণ হয়েছে বলে জানিয়েছে ইউএসজিএস।

তাইওয়ানের ভূকম্পণ পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা তাইপে সিসমোলজি সেন্টারের পরিচালক উ শিয়েন ফু বিবিসিকে বলেন, ‘পূর্ব উপকূলে সাগর তীর বা ডাঙ্গা থেকে অল্প খানিক দূরত্বে, অর্থাৎ সাগরের অগভীর অংশে এই এপিসেন্টারের অবস্থান। এ কারণে তাইওয়ান এবং তার প্রতিবেশি দেশগুলোতে পূর্ণমাত্রার কম্পণ অনুভূত হয়েছে…গত ২৫ বছরে তাইওয়ানে যত ভূমিকম্প ঘটেছে, তার মধ্যে এটি সবচেয়ে বড়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ জেবিএল নিউজ ২৪
Theme Customized By Shakil IT Park