সিলেট বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক আহমদ শরীফ ছামী, জামায়াতে ইসলাম রাজনৈতিক দলে জামায়াতে ইসলামীর সদস্য ফরম পূরণ করে দলে যোগদান করেন।
আহমদ শরীফ ছামী সিলেট বিয়ানীবাজার পৌর এলাকার শ্রীধরা গ্রামের আব্দুল হাসিবের ছেলে।।
এই শরীফ ছামি ছাত্রলীগ করে ছিলো, এখন বাংলাদেশ জামায়তে ইসলাম নামের রাজনীতি করলে বা করতে বাধ্য করলে রাজ নীতি আর রাজনীতি রহিলো না।।
এই সকল ছামী রাজনৈতিক দলের “মোনাফেক” নামে প্রতীয়মান। তা না হলে এই ছাত্রলীগ নামক সংগঠন ধ্বংসের উন্নত পায়তারায় লিপ্ত কোন এক কুচক্র মহল।
আওয়ামীলীগ সংগটনের অঙ্গসংগঠন ছাত্রলীগ নামক রাজনৈতিক নেতা-কর্মীদের যাচাই বাছাই করে নেতা তৈরিতে চরম ব্যর্থতার প্রমান দিয়েছে। এই ব্যর্থতার দায়ভার আওয়ামীলীগের সকল নেতাদের নিতে হচ্ছে।।
পক্ষান্তরে ভাবনীয় বিষয় যে – বিএনপি কেনো ছাত্রলীগ থেকে আসা ব্যক্তিদের ছাত্রদলের সংগঠনে অন্তর্ভূত করছে না। যদি সাংগঠনিক নিয়মতান্ত্রিক চিন্তাধারায় না নিয়ে থাকেন, তবেই বিএনপি সত্যিকারের রাজনীতি করছেন বলে প্রতীয়মান।