আজ রোববার ১৯ মে বিকেল ৪ঃ৩০ মিনিটের দিকে কালশী মোড়ে ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেয়ার ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার পরিদর্শক মোখলেসুর রহমান। তিনি বলেন, কালশীতে আন্দোলনকারীরা সহিংস আন্দোলনে পুলিশ বক্সে আগুন দিয়েছে।।
সকাল থেকে মিরপুর-১০ এবং আগারগাঁও এলাকায় সড়ক অবরোধ করে রাজধানীতে অটোরিকশা চলাচলের নিষেধাজ্ঞা বাতিলের দাবি জানান চালকরা। পরে বিকেলে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিতে চাইলে সংঘর্ষ বাঁধে। ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের পর বিক্ষোভকারীরা সরে যান।
এরইমধ্যে দুপুর সোয়া ১টার দিকে অটোরিকশা চালকরা কালশী সড়কে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় অনেকের হাতে লাঠি দেখা যায়। তারা গাড়ি ভাঙচুর করার চেষ্টা চালান। এক পর্যায়ে তারা সড়কে আগুন দেন। তাদের বাধায় কালশীতে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়। এ সময় পুলিশ বক্সেও আগুন দেন আন্দোলনকারীরা।