আমার ভাই-কে মেরে ফেল্লো কেন এবং কেনো?
আমারাতো বাঙ্গালি,বাংলাদেশের পুলিষ কি বাঙ্গালি না?
★কোটা সংস্কারের দাবিতে রংপুরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মরা-দেহের পাশে আহাজারি করছেন তার মা ও বোন। চিৎকার করে বলছে আমার ভাই-কে মেরে ফেলল ক্যান ও কেনো? বাংলাদেশের পুলিষ কি বাঙ্গালি না? পাশেই নির্বাক তাকিয়ে আছেন বাবা মকবুল হোসেন। এ অবস্থায় তাদের সান্ত্বনা দেয়ার ভাষাও হারিয়ে ফেলেছে আত্মীয়-স্বজন ও গ্রামবাসী।।