বাংলাদেশে একটি নজির আছে,তা-হলো,জঙ্গীবাদের পক্ষে কোন উকিল ওকালতি করে নাই বলে ঘোষণা হয়ে ছিলো। এমনটাই দেখতে চায় আবেদ সহ ১৭ জন ক্রিমিনাল এর বেলায়।কারন এই সকল অপরাধীরা দেশ ও জাতীর কলঙ্ক, যেমনটা জঙ্গীবাদ দেশ জাতী ও ধর্মের জন্য হুমকি।।–নুর মোহাম্মদ কাকা।।
বাংলাদেশ সিভিল সার্ভিসের(বিসিএস)পরীক্ষাসহ গত ১২ বছরে ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেফতার হয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) তিন কর্মকর্তা ও সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ ১৭ জন।
গ্রেফতার হওয়া ১৭ জনের বিরুদ্ধে পিএসসির ২০২৩-আইনের ১১ ও ১৫ ধারায় মামলা হয়েছে। এই আইনে অভিযোগ প্রমাণিত হলে আসামিদের ১০ বছর পর্যন্ত সর্বোচ্চ শাস্তি হতে পারে।।