শরীয়তপুরের জাজিরা থানায় সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা করেছেন থানার ওসি সহ পুলিশ সদস্যরা। গত বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে জাজিরা থানার মেইন ফটকের সামনে এ ঘটনা ঘটে।। — নুর মোহাম্মদ কাকা।।
ঘটনা সূত্রে জানা যায়, পুলিশের চলমান কর্মবিরতির সঙ্গে সংহতি জানিয়ে কর্মসূচি অব্যাহত রেখেছেন জাজিরা থানার পুলিশ সদস্যরা। কর্মসূচির সংবাদ প্রচারের জন্য স্থানীয় প্রেসক্লাবের সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহ করতে যান। একপর্যায়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান সাংবাদিকদের আওয়ামী লীগের দালাল বলে তাদের ওপর হামলার হুকুম দেন পুলিশ সদস্যদের। এরপর পুলিশ সদস্যরা সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা করেন। এই হামলায় দৈনিক আমার সংবাদের স্থানীয় প্রতিনিধি হিমেল আহমেদ অপি গুরুতর আহত হয়।।
অবস্থা বেগতি দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছুটে যান এবং সকল সংবাদকর্মীর সাথে কথা বলেন ঐ সময় প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক হোসেন উপস্থি ছিলেন। এবং সাংবাদিক ফারুক সকলের উদ্দেশ্য বলেন আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা-সহ পুলিশের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেছি। আশা করছি জাতির বিবেক সংবাদকর্মীরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখবেন।।
বিষয়টি নিয়ে শরীয়তপুর পুলিশ সুপার মাহবুবুল আলম সংবাদ মাধ্যম-কে বলেন:-যতদূর জেনেছি সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেনি। উত্তপ্ত বাক্য বিনিময় হয়ে থাকলেও আমরা জেলার সংবাদকর্মীদের সঙ্গে কথা বলে পুলিশ কোনো অন্যায় করে থাকলে তার ব্যবস্থা গ্রহণ করব। পুলিশ সুপার বলেন:- সংবাদকর্মী ও পুলিশ উভয়কে নিরাপত্তা প্রদানের অনুরোধ করছি।।