গতকাক ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে
রাজধানীর মোহাম্মদপুরে ওয়ার্ড বিএনপির দুই নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে একদল অস্ত্রধারী। এ ঘটনায় আহত হন মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন শাহীন (৫০) এবং একই ওয়ার্ডের লাউতলা ইউনিটের নেতা মো. রিয়াজ (৩৫)।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক আহতদের বিষয়ে নিশ্চিত করে বলেন, আহত দুজনের মধ্যে মান্নানের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া রিয়াজের মাথায় আঘাত রয়েছে, তবে শঙ্কামুক্ত। আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।